Wellcome to National Portal
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

জাতীয়  রাজস্ব বোর্ড, ঢাকার আদেশ অনুসারে কর অঞ্চল-৪, চট্রগ্রাম ২০১১ সালে গঠিত হয় । জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের অধীনে দেশব্যাপী বিভিন্ন কর অঞ্চলের মধ্যে কর অঞ্চল-৪, চট্রগ্রাম অন্যতম । গত ২০১১ সালে কর বিভাগ পুনর্গঠন ও সম্প্রসারন পরবর্তী কর অঞ্চল-৪, চট্রগ্রাম এর অধীনে বর্তমানে অন্যান্য সকল কর অঞ্চলের ন্যায় ৪টি পরিদর্শী রেঞ্জ ও ২২ টি সার্কেল রহিয়াছে । অধিক্ষেত্রাধীন করদাতাগনের আয়কর সংক্রান্ত্র সেবা প্রদানসহ আয়কর আইনসমূহের প্রয়োগ নিশ্চিতকরন ও জাতীয় রাজস্ব আহরনের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখা কর অঞ্চল-৪, চট্রগ্রাম এর মূল দায়িত্ব। কর কমিশনার জনাব প্রদ্যুৎ কুমার সরকারের দক্ষতায় এই কর অঞ্চল জাতীয় রাজস্ব আহরণে গুরুত্বপূর্ন ভুমিকা রাখছে। তাঁকে সর্বাত্মক সহায়তা করে যাচ্ছেন অতিরিক্ত কর কমিশনার বেগম সাফিনা জাহান।